তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা..
02.
যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
03.
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি ।
04.
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি। ।
05.
একটি প্রকৃত ভালবাসা হতে পারে
দৈহিক অথবা ঐশ্বরিক।
সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা
শাশ্বত ও অধিক শান্তিপূর্ন।
06.
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো, স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা , মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা ।
07.
খুঁজিনি কারো মন, তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো, তোমাকে ভালবাসি বলে।
08.
কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়।
কঠিন হল কারো মনে ভালোবাসা সৃস্টি করা।
09.
হৃদয় জুড়ে আছ তুমি, সারা জীবন থেক.
আমায় শুধু আপন করে, বুকের মাঝে রেখ.
তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে.
ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে
10.
পৃথিবীতে সেই সবচেয়ে ধনী।
যার একটি সুন্দর মন আছে,,
যার মনে নাই কোন অহংকার,,
নাই কোন হিংসা।
আছে শুধু অন্যের জন্য ভালোবাসা.
11.
যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম !
যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম- তোমার কানে চুপি চুপি বলতাম-
'আমি তোমাকে ভালবাসি'
12.
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন। ।
13.
রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে।
R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই।
14.
তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।
15.
ভালবাসার তালে তালে চলব দুজন এক সাথে।
কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে।
শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর কর ছি এক সাথে।
আর কি লাগে পৃথিবীতে??? বউ আনব ভালবেসে।
16.
তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।
17.
লাগবে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা ..
মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ ..
কষ্ট যখন মন আকাশে, তাঁরা হয়ে জ্বলবো পাশে ।
18.
মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,
যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই,
ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়।
আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!
19.
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?
20.
প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় ,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।
http://bangla-website.blogspot.com/2019/05/love-sms-in-bengali-language.html
ReplyDeleteGood post vhai
ReplyDeleteMotivational Quotes to Get You Motivated Today
গল্পের দুনিয়ায় জীবনকে রাঙাই
ভালোবাসার কষ্টের গল্প কাহিনী, ব্রেকআপ স্ট্যাটাস বাংলা, ভালোবাসার গল্প, বাস্তব জীবনের কষ্টের গল্প, ব্রেকআপ কষ্টের গল্প, অন্ধকার বাসর রাতের কান্না, রোমান্টিক ভালোবাসার গল্প, স্বপ্ন নিয়ে ছন্দ, রোমান্টিক ছোট স্ট্যাটাস, নিজেকে নিয়ে উক্তি, রোমান্টিক প্রেমের কাহিনী,
Casino & Resort Near Bryson City, NC - MapYRO
ReplyDeleteFind Casinos Near Bryson City, 공주 출장안마 NC 하남 출장샵 in Bryson 강릉 출장마사지 City, NC, United States - 용인 출장마사지 Find 경상북도 출장샵 reviews, photos & cheap rates for Casino & Resort in Bryson City,
পানির তলদেশে মাছ, পাথর, শৈবাল, অক্টোপাস ইত্যাদি অনেক জিনিস রয়েছে, দৃশ্যটিকে আরও সুন্দর করতে এই সব জিনিস আঁকা দরকার। তাই আমরা প্রথমে মাছ আঁকব। তারপরে আমরা অক্টোপাস এবং পাথর আঁকব। এই সব দিয়ে একটা সুন্দর Underwater Scenery Drawing করবো। আপনি চাইলে দেখে আসতে পারেন।
ReplyDelete