01 .
"অসম্ভব" "অসম্ভব" কথাটার আসল মানে এই যে তুমি এখন প্রকৃত সমাধান খুঁজে পাও নি!
02.
"আমি করি কারণ আমি পারি
"আমি করি কারণ আমি পারি
আমি পারি কারণ আমি পারতে চাই
আমি পারতে চাই কারণ তুমি বলেছিলে
"আমি এটা করতে পারবো না"
03.
"আমি তো এটা চাইলেই করতে পারব" -এটা ভেবে কখনও আনন্দ পেও না...ওতে কাজটাই কখনও করা হবে না...
"আমি তো এটা চাইলেই করতে পারব" -এটা ভেবে কখনও আনন্দ পেও না...ওতে কাজটাই কখনও করা হবে না...
মনের আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে দাও...
04.
* অজ্ঞ ব্যাক্তি নিজের ভাল নিজেই বোঝে না, তাছাড়া অন্যের উপদেশ তাচ্ছিল্যের সাথে প্রত্যাখান করে।"
* অজ্ঞ ব্যাক্তি নিজের ভাল নিজেই বোঝে না, তাছাড়া অন্যের উপদেশ তাচ্ছিল্যের সাথে প্রত্যাখান করে।"
- হযরত আলী (রা)
05. \
"আত্মবিশ্বাস\" এমনি এমনি আসে না...
"আত্মবিশ্বাস\" এমনি এমনি আসে না...
অভিজ্ঞতা যত বৃদ্ধি পাবে,
আত্মবিশ্বাসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে...
06. \
"জীবনের সবচেয়ে বড় জয় হলো এমনকিছু করে দেখানো; যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবেন না!\"
"জীবনের সবচেয়ে বড় জয় হলো এমনকিছু করে দেখানো; যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবেন না!\"
07. \
"ডিগ্রী\" না থাকাটা কিন্তু একটা ভালো ব্যাপার...
"ডিগ্রী\" না থাকাটা কিন্তু একটা ভালো ব্যাপার...
কারণ যে ইঞ্জিনিয়ারিং পড়েছে বা ডাক্তারির ডিগ্রী যার কাছে আছে, সে শুধুমাত্র একটাই কাজ করতে পারে..
কিন্তু যার কাছে কোনো ডিগ্রী নেই সে যা ইচ্ছা করতে পারে চাইলেই...
-শিব খের
07.
\"তোমার যা নেই তার পেছনে ছুটো।যা আছে তা নষ্ট করো না।মনে রেখো আজকে তোমার যা আছে।গতকাল তুমি সেটার পেছনে ছুটে ছিলে\" --- এপিকিউরাস
\"তোমার যা নেই তার পেছনে ছুটো।যা আছে তা নষ্ট করো না।মনে রেখো আজকে তোমার যা আছে।গতকাল তুমি সেটার পেছনে ছুটে ছিলে\" --- এপিকিউরাস
08.
\"নিজেকে কখনও ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না\"।
\"নিজেকে কখনও ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না\"।
09.
\"ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন।
\"ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন।
সেই ভুলকে প্রাধান্য দিয়ে,
বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোন মানে হয় না\"।
10.
\"রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে তুমি
\"রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে তুমি
যদি ঢিল মারতে যাও তাহলে তুমি
তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না\"।
11.
“মাথা ছাড়া যেমন মানব দেহের
“মাথা ছাড়া যেমন মানব দেহের
কথা কল্পনা করা যায় না,
তেমনি সবর বা ধৈর্য
ছাড়া কোনো কিছুই সঠিক হয় না।”
12.
¤¤যে তোমাকে কষ্ট দেয় তার জন্য কখনো চোখের জল ফেলনা…
¤¤যে তোমাকে কষ্ট দেয় তার জন্য কখনো চোখের জল ফেলনা…
বরং,,
তাকে ধন্যবাদ দাও!
তার চেয়ে ভাল কাওকে খোঁজার সুযোগ করে দেয়ার জন্য!
13.
♠♠♠ সাফল্যের ৩টি শর্তঃ -
♠♠♠ সাফল্যের ৩টি শর্তঃ -
অন্যের থেকে বেশী জানুন!
অন্যের থেকে বেশী কাজ করুন!
অন্যের থেকে কম আশা করুন!
~~ উইলিয়াম শেক্সপিয়ার।
14.
অযোগ্য মানুষেরাই সসময় জোর করে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করে।
অযোগ্য মানুষেরাই সসময় জোর করে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করে।
15.
অতি প্রত্যাশা সব সময় হতাশায় পরিনত হয়। কখনো অতি প্রত্যাশা করবেন না।প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হোন। তার পর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন।
অতি প্রত্যাশা সব সময় হতাশায় পরিনত হয়। কখনো অতি প্রত্যাশা করবেন না।প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হোন। তার পর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন।
16.
অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার
অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার
অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না…
- 17.
- অনেক জিনিস অন্যের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না ,
তাই নিয়ে দুঃখ করে লাভ নেই ।
কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি ।
18.
অভিজ্ঞতা কখনো তৈরী করা যায় না...
অভিজ্ঞতা কখনো তৈরী করা যায় না...
অভিজ্ঞতা অর্জন করতে হয় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে...
19.
অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না |
অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না |
20.
অল্প বয়সে কাউকে পাওয়ার আশায়... নিজের জীবন নষ্ট কর না... তুমি নিজের মত করে .. তোমার জীবন সাজাও... সময় বলে দেবে.... তুমি কার হবে এবং কে হবে তোমার ।
অল্প বয়সে কাউকে পাওয়ার আশায়... নিজের জীবন নষ্ট কর না... তুমি নিজের মত করে .. তোমার জীবন সাজাও... সময় বলে দেবে.... তুমি কার হবে এবং কে হবে তোমার ।
21.
আগামীকালের কাজ ভাল করার সবচেয়ে ভাল প্রস্ততি হলো আজকের কাজ ভাল করে করা।।।
আগামীকালের কাজ ভাল করার সবচেয়ে ভাল প্রস্ততি হলো আজকের কাজ ভাল করে করা।।।
~~এলবার্ট হাবার্ড
22.
আজ তোমার প্রতি আমার আচরণের কারণ আমার প্রতি তোমার ব্যবহার...
আজ তোমার প্রতি আমার আচরণের কারণ আমার প্রতি তোমার ব্যবহার...
তাই আমার আচরণ তোমার ভালো না লাগলে,
নিজেকে দোষ দাও....
23.
আত্মবিশ্বাস গভীর জঙ্গলে ছোট্ট টর্চের মত , এতে পুরোটা আলোকিত হয়না কিন্তু যথেষ্ট আলো দেয় যাতে নির্বিঘ্নে নিরাপদে পৌঁছানো যায় ..আত্মবিশ্বাসের সাথে দিন শুরু করো ..
আত্মবিশ্বাস গভীর জঙ্গলে ছোট্ট টর্চের মত , এতে পুরোটা আলোকিত হয়না কিন্তু যথেষ্ট আলো দেয় যাতে নির্বিঘ্নে নিরাপদে পৌঁছানো যায় ..আত্মবিশ্বাসের সাথে দিন শুরু করো ..
24.
আত্মবিশ্বাস থাকলে তুমি তোমার ক্ষমতার বাইরের অনেক কাজও খুব সহজে করে নিতে পারবে,
আত্মবিশ্বাস থাকলে তুমি তোমার ক্ষমতার বাইরের অনেক কাজও খুব সহজে করে নিতে পারবে,
কিন্তু আত্মবিশ্বাস না থাকলে তোমার সাধ্যের মধ্যে থাকা কাজগুলোও তোমার কাছে অসম্ভব ঠেকবে...
25.
আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে...কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী...
আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে...কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী...
26.
আত্মসম্মানবিশিষ্ট এবং স্ব-নির্ভরশীল নারীর কাছে পুরুষের আয় করা অর্থ কখনই লোভনীয় নয়...
আত্মসম্মানবিশিষ্ট এবং স্ব-নির্ভরশীল নারীর কাছে পুরুষের আয় করা অর্থ কখনই লোভনীয় নয়...
27.
আনন্দ অনেকটা একটা লেজের ডগার মতন...
আনন্দ অনেকটা একটা লেজের ডগার মতন...
যদি একটা বিড়াল নিজের লেজের ডগাটা ধরতে যায়,
তাহলে সে সারা জীবন ঘুরেই যাবে,
কিন্তু যদি সে নিজের মতন চলতে থাকে,
তাহলে লেজটাও তাকে অনুসরণ করবে...
নিজের মতন করে জীবনটাকে বাঁচো...
28.
আপনার যদি কোন কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই।।।।
আপনার যদি কোন কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই।।।।
~~ পিয়েরে ওমিদিয়ার
প্রতিষ্ঠাতা, ইবে
29.
আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার উপর রাগ করতে পারে। কেননা, এটা তাঁর অধিকার।
আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার উপর রাগ করতে পারে। কেননা, এটা তাঁর অধিকার।
আর তাঁর রাগ ভাঙ্গানোটা আপনার দায়িত্ব।
30.
আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছে লোকে কিছু বলে-এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন। তাতে আপনার আত্নবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভাল কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলাবলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই।
আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছে লোকে কিছু বলে-এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন। তাতে আপনার আত্নবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভাল কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলাবলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই।
31.
আমাদের আত্মবিশ্বাস যতটা থাকে..ততটাই আমাদের ক্ষমতাও থাকে...
আমাদের আত্মবিশ্বাস যতটা থাকে..ততটাই আমাদের ক্ষমতাও থাকে...
তাই তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে তোমার ক্ষমতাও বৃদ্ধি পাবে...
32.
আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা
হয় আমাদেরকে শক্ত করে নয় করে দেয় ভঙ্গুর...
আমাদের জীবনের প্রতিটি সমস্যা
হয় আমাদের তৈরী করে,না হয় চূর্ণ-বিচূর্ণ করে....
আমরা শিকার হব না শিকারী,সেই পছন্দটা নিতান্তই আমাদের...
33.
আমার নামে কে কি বলছে সেটা আমাকে বলতে হবে না....
শুধু বলো তোমাকেই কেন বলল আমার নামে?
34.
আমার ব্যক্তিত্ব আর আমার আচরণকে গুলিয়ে ফেলো না...
আমার ব্যাক্তিত্ব তোমায় বলে দেবে আমি কে,
আর আমার আচরণ তোমায় জানিয়ে দেবে তুমি কে!
35.
আমার রিলেশনশিপ স্ট্যাটাস: আড়াআড়ি ভাবে খাটে শোয়া!
36.
আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না..
আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম....
37.
আমি চাইনা আমার বোঝাগুলো হালকা হয়ে যাক,
শুধু চাই,আমার শরীরে যেন সেই বোঝাগুলো
বয়ে নিয়ে চলার মতন অপরিসীম শক্তি
চিরকাল থাকে....
38.
আমি জানি আকাশ ছুঁতে পারব না, তাই বলে স্বপ্ন দেখতে তো দোষ নেই । আকাশ ছোঁয়ার ভয়ে যদি আকাশের দিকে তাকাতেই ভয় পাই, তাহলে তো স্বপ্ন দেখা ভুলে যেতে হবে..
39.
আমি জানি আমি কে..
আমার পরিচয় আমার কাছে অপ্রকাশিত নয়,
তাই তোমার শংসাপত্রের প্রয়োজন আমার নেই....
40.
আমি ব্যার্থ হয়েছি কিন্তু ঘুরে দাড়িয়েছি। আমি দুঃখঁ পেয়েছি সামলে নিয়েছি।
আমি ভুল করেছি শিক্ষা নিয়েছি।
আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও লড়াই করে বেঁচে আছি।
আমি নিখুঁত নই আমিও একজন মানুষ। আমার যা আছে তা নিয়েই আমি খুঁশি।
শহিদুজ্জামান রাসেল
41.
আমি সেই সমস্ত লোকেদের কাছে কৃতজ্ঞ যারা আমার খারাপ সময়ে আমার সঙ্গ ছেড়ে দিয়েছে..কারণ তাদের বিশ্বাস ছিল যে আমি এই সমস্যার সময় থেকে একাই বেরিয়ে আসতে পারবো!
42.
আমি সম্মান করি আমার সব শত্রুদের,,
তাদের কাছে থেকে আঘাত পেয়ে পেয়ে অনেক কিছু শিখেছি আমি....
43.
আমরা সবাই অসীম শক্তির অধিকারী
কিন্তু চোখে হাত রেখে তবু আমরা মাঝে মাঝে বলি
\"চারিদিকটা কি অন্ধকার..\"
44.
আলো কিন্তু অন্ধকারেই বেশী উজ্জ্বলভাবে প্রকাশ পায়,
তাকে অন্ধকার কখনই দমিয়ে রাখতে পারে না...
তাই খারাপ সময় আসবে না জীবনে এমনটা ভাবাটা উচিত নয়...
কিন্তু মনে বিশ্বাস রাখো যে সেই সমস্ত বিপদ কাটিয়ে তুমি আবার আলোয় ফিরে আসতে পারবে....
45.
ঈশ্বর তাদেরকে সবকিছু দেন যারা তার উপর বিশ্বাস রাখে..
কিন্তু তোমাকে কিছু দেন নি কারণ ঈশ্বরের তোমার উপর বিশ্বাস আছে...
46.
এই পৃথিবী কখনো খারাপ মানুষের
খারাপ কর্মকাণ্ডের জন্য ধংস
হবেনা. যারা খারাপ মানুষের এসব
কর্ম-কাণ্ড দেখেও কিছু
করেনা তাদের জন্যই ধংস হবে !
---আইনস্টাইন
47.
এক ছেলে একটি মেয়েকে প্রপোজ করলে মেয়েটি না করে দেয়। ছেলেটি হাসিমুখে তার বন্ধুদের কাছে ফিরে আসে।
বন্ধুঃ কিরে তোর প্রপোজ না করে দিলো আর তুই হাসছিস?
ছেলেঃ আমার কি? আমি কাঁদবো কেনো?
বন্ধুঃ কারন ও তোকে না করে দিয়েছে।
ছেলেঃ আরে ধুর!! আমি এমন একজনকে হারালাম যে আমাকে একটুও ভালোবাসে না।আর ও যাকে হারালো সে তার জীবনের চেয়েও ওকে বেশি ভালোবাসতো। তো কাঁদার কথা কার? আমার নাকি ওর?
48.
একজন সফল ব্যক্তি সেই যে গড়ে তুলতে পারে শক্ত ভিত সেইসব ইট-পাথর দিয়ে যা কিনা তার দিকেই লোকে ছুঁড়েছিল ! আত্মবিশ্বাসের সাথে দিনটা শুরু করো...
49.
একটা কথা বলে রাখি । নিজের সুখের দায়িত্ব অন্য কারো হাতে দিওনা । কারন....... সে হারিয়ে গেলে সুখ টা ও হারিয়ে যাবে । মাঝখান থেকে করবে তুমি কষ্ট..........
50.
একটা জাহাজ যতক্ষন বন্দরে আছে,
ততক্ষন সে নিরাপদ..
কিন্তু জাহাজটি কি তার জন্যেই তৈরী?
51.
একটা দরজা বন্ধ হয়ে গেলে আর একটা দরজা খুলে যায়..
কিন্তু কখনো কখনো আমরা বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে তাকিয়ে এত লম্বা সময় ধরে বিলাপ করি,যে খোলা দরজাটা আমাদের চোখেই পড়ে না...
52.
একটা পাখি কখনো উঁচু ডালে বসতে ভয় পায় না...
কারণ সে জানে যে যতই বিপদ হোক,সে পড়ে যাবে না...কারণ তার কাছে ওড়ার আত্মবিশ্বাস আছে...
এর থেকে শিক্ষা নাও যে জীবনে কখনো ঝুঁকি নিতে ভয় পেও না...নিজের উপর বিশ্বাস রাখো...
তাহলেই সাফল্য তোমার কথা শুনবে...
53.
একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুন করে দেয়,
আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুন করে দেয় তোমার অভিজ্ঞতাকে..
তাই যে অবস্থাতেই থাকো না কেন,
চিন্তা কোরো না...
54.
একটা সময় অবধি ভদ্রভাবে সবকিছু সহ্য করা যায়,
কিন্তু তার পরে,
সবাইকেই বলতে হয়,
\"ব্যাস!আর নয়...\"
55.
একটামাত্র সময়েই পেছনে ফিরে তাকাবে,
যখন তোমার এটা জানতে ইচ্ছা করবে যে তুমি আসলে কতটা দূর অবধি পৌঁছেছ!
56.
একটি ফুলকে বেশি কাছ থেকে দেখতে গেলে যেমন তার পরাগ আপনার ক্ষতি করতে পারে; তেমনি জীবন নামক ফুলটাকে বেশি নাড়াচাড়া করতে গেলে তা মলিন হয়ে যেতে পারে।
57.
একটি হাঁস সারাদিন পানিতে থাকেলেও, তার গায়ে পানি লেগে থাকে না, ঝরে পড়ে।
তেমনি মা তাঁর সন্তানকে যতো ই খারাপ কথা বলে ফেলুন না কেনো, তা সন্তানের গায়ে লাগে না।
58.
একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে; বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে, তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না..!!
59.
একবারে কঠিন কিছু করা কঠিন কাজ...
তার বদলে তুমি যদি ছোট ছোট জিনিসগুলো ভালোবেসে করো,তাহলেই একদিন অনেক বড় কিছু করার পথে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে...
60.
এমন একদিন নিশ্চই আসবে যেদিন এমন কেউ তোমার জীবনে আসবে যে তোমার অতীত নিয়ে মাথা ঘামাবে না কারণ সে তোমার সাথে বাকি ভবিষ্যতটা মন দিয়ে কাটাতে চাইবে...
61.
এমন কাউকে ভালবেস না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোন মূল্য নেই । তাকেই ভালবেস যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে
62.
কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না। যখনই আপনি তুলনা করবেন তখন আসলে আপনি নিজেই নিজেকে ছোট করবেন।।।।
~~ বিল গেটস
প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট
63.
কখনো ই কারো এমন প্রশংসা করবেন না। যে প্রশংসা কারো মনে প্রশ্নের সৃষ্টি করতে পারে।
64.
কখনো কখনো আমাদের মধ্যে সেই সবচেয়ে বেশী শক্তিশালী হয় যে সবার সামনে ভীষণ হাসে,
দরজা বন্ধ করে কাঁদতে ভালবাসে...
আর নিজের সাথে নিজে যুদ্ধ করে যায় সবার অজান্তে....
65.
কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন.,
কিন্তু...
একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন...
তবে পেছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন
66.
কখনো কখনো জীবনে এগিয়ে চলতে হলে ঘুরে দাঁড়াতে হয়,
এর মানে এই নয় যে তোমার সময়টা নষ্ট হল,
কারণ,এখন তুমি এখন এমন অনেক কিছু জানো,
যা আগে কখনো জানতে না...
67.
কখনো তাদের নিয়ে বেশি চিন্তা কোরো না,
যারা তোমার পেছনে তোমার নিন্দা করে,
কারণ তারা তোমার পেছনে আছে কোনো না কোনো কারণে!
68.
কখনো পড়ে না যাওয়াটা প্রশংসার যোগ্য না,
কিন্তু পড়ে গিয়ে কত তাড়াতাড়ি তুমি নিজেকে সামলে নিচ্ছ, সেটা প্রশংসার যোগ্য...
69.
কখনো ভেবো না যে অন্য কেউ তোমার চেয়ে বেশী আশীর্বাদের অধিকারী....
আসলে আমরা সবাই-ই ভিন্ন ভিন্ন ভাবে ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত...
70.
কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুন কষ্ট তোমার নিজের হয়।
71.
কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও! কারণ আবেগের ভালবাসা ১দিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে...
72.
কাউকে কাছে টানার আগে, প্রশ্রয় দেবার আগে বারবার ভাবুন দুজন দুজনার যোগ্য কিনা।
কাছে টেনে অযোগ্যতা কিংবা অক্ষমতার কথা জানিয়ে নিজেও অপমানিত হবেন না কিংবা কাউকে অপমান করার ও অধিকার আপনার নেই।।
73.
কাউকে যদি ভালবাস, ভালবেস
চিরদিন। আর যদি না বাসো,
বেসনা কোন দিন। অবুঝ মন
নিয়ে খেলা খেলনা, কোন
নিষ্পাপ
হৃদয়ে ব্যাথা দিয়োনা..
74.
কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।
75.
কাউকে পাওয়ার আশা করে থেকো না,সেই আশা তোমাকেই ধ্বংস করে দিতে পারে...
বরং নিজেকে এমনভাবে তৈরী করো যাতে সবাই তোমাকে পাওয়ার আশা করে থাকে..
76.
কাউকে প্রথম দেখাতেই
প্রেমে পরতে নেই!
প্রথমে জানুন সে আপনাকে
ভালবাসবে কিনা!
কেউ বলবে চেষ্টা করলেই
হবে!
আমি ও বলি হবে!
কিন্তু এ ভালবাসা কত
দিন রবে?
বেশি দিন হয়তো না!
তাই যাকেই ভালবাসেন
না কেন তার প্রতি এমনই
মনোবল রাখুন যে তাকে
না পেলেও জীবনের কোন
ক্ষতি হবে না!.!
.77.
কাজ করো তো এমন কাজ কর,
যে দুনিয়া তোমার কাছে দৌরে চলে আসে।
78.
কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে জীবন খুব ছোট সময়...
তাই কিভাবে কারো ক্ষতি করবে তা ভাবতে সময় নষ্ট কোরো না...
যদি সে খারাপ কিছু করে থাকে,তাহলে সে নিশ্চই তার শাস্তি পাবে...
79.
কিছু কিছু মানুষ
ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে
ভাগ্য আপনি এসে ধরা দেয়!
_____(হুমায়ূন আহমেদ)
80.
কিছু কথা কাউকে বলা যায়না,
শুধু
বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় |
81.
কিছু বলার আগে- শুনুন। কিছু করে ফেলার আগে- ভাবুন। কিছু ব্যয় করার আগে- কিছু আয় করুন। কারো সমালোচনা করার আগে- অপেক্ষা করুন। প্রার্থনা করার আগে-ক্ষমা করুন। হাল ছেড়ে দেওয়ার আগে- আরেকবার চেষ্টা করুন। মৃত্যুবরণ করার পূর্বে- ঈমান ঠিক করুন।
82.
কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই,, কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা আমরা মনে রাখি..!!
83.
কে কি বলেছে সেটা ভেবে
কখনো হাল ছেড়ে দিও না,
বরং সেটাকে তোমার
অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করো!
84.
কেউ যখন তোমাকে বারবার আঘাত করতে থাকবে,তখন তাকে শিরিষ কাগজের সাথে তুলনা করে নিও...তাই তোমাকে যতই ঘষুক শেষ অবধি তুমি ধারালো হয়ে উঠবে আরো বেশী আর সে হয়ে পড়বে অকেজো!
85.
কেউ যদি আমাকে খারাপ মনে করে,
আমি তাতে কিছু মনে করি না,
কারন একজন মানুষ সবাই কে ভালবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না।
86.
কেউ যদি তোমার ভালবাসার মূল্য
না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না,
কারন জীবনটা এত তুচ্ছ না।
87.
কেউ ভুল করে ফেললে, সবার সামনে তিরস্কার না করে, আলাদাভাবে বলে তাকে শুধরে নেয়ার সুযোগ দিন।
88.
কোনো কিছু না পাওয়ার জন্য আপনিই বেশী দায়ী,
কারণ একটাই, আপনার চাওয়ায় ত্রুটি ছিল।
89.
কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে, না পাওয়ার বেদনা অনেক বেশী যন্ত্রনাদায়ক।
90.
কোনো চাপ তোমাকে ভাঙতে পারবে না...যতক্ষন তুমি সেই চাপটাকে সেভাবে নিজের উপরে প্রবলভাবে নিচ্ছ!
91.
কোনো সমস্যাই তোমাকে বলে কয়ে আসবে না...
তাই সব সমস্যাকে হাসিমুখে স্বাগত জানানোই ভালো...
তাতে তার মুখোমুখি হওয়ার সাহস পাওয়া যায়...
92.
কোনোকিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়ে।
সেটি অর্জন করার পূর্বে এবং হারিয়ে ফেলার পর।
এই দুইয়ের মধ্যেবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন।
তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে।
93.
কষ্ট মানুষকে পরিবর্তন করে,
কষ্ট মানুষকে শক্তিশালীও করে।
প্রতিটি কষ্টকর অভিজ্ঞতাই
আমাদের জন্যে নতুন শিক্ষা।
94.
কষ্ট মানুষকে পরিবর্তন করে,
কষ্ট মানুষকে শক্তিশালীও করে।
প্রতিটি কষ্টকর অভিজ্ঞতাই
আমাদের জন্যে নতুন শিক্ষা।
95.
গাছের উপর বসে থাকা একটা পাখি কখনোই ডাল ভেঙ্গে পড়ার ভয় পায়না !!
কারণ, তার বিশ্বাসটা তখন ঐ গাছের উপর থাকে না !! তার বিশ্বাস থাকে তখন নিজের ডানার উপর !!
নিজেকে কখনোই সাধারন ভাববেন না..... কারণ, স্রষ্টা কাউকে সাধারনভাবে তৈরী করেননি.... তাই নিজের দক্ষতার উপর ভরসা রেখে নিজেকে গড়ে তুলুন... সবসময় ...
96.
চাঁদকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ো,
যদি তীর চাঁদের গায়ে নাও লাগে তবে নিশ্চিত তা \"তারা\" গুলোর বুক তো ভেদ করবেই।
বড় কিছু হবার চেষ্টা করো,
একটা না একটা কিছু হতে পারবেই।
97.
চলতে চলতে বাধা সবাই পায়...
তুমিও পাবে...
হয়ত পরেও যাবে..
কিন্তু কত তাড়াতাড়ি তুমি আবার উঠে দাঁড়াচ্ছ তার উপর নির্ভর করছে যে তুমি বাকিদের থেকে কতটা আলাদা!
98.
ছাত্র জীবনের চেয়ে মধুর জীবন
আর নেই।
কথাটার বাস্তবিক প্রমানিত
হয় যখন ছাত্র
জীবন অতীত হয়ে যায় |
99.
ছেলে: তোমার \"শর্টস\" টা একটু বেশি ই ছোটো না?
মেয়ে: তাই নাকি? তোমায় দুটো তথ্য দি..
১)ওগুলোকে \"শর্টস\" বলে..
২) আমি জানি আমাকে খুব সুন্দর দেখাচ্ছে..
100.
জীবন কাঁটাময় এক যাত্রা
সাহস দিয়ে যাকে করতে হয় জয়...
বানানো রাস্তায় তো সবাই চলতে পারে
রাস্তা বানিয়ে নেয় যে, মানুষ বলে তার পরিচয়...
101.
জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।
যে পরীক্ষায়
প্রত্যেকের জন্য প্রশ্ন পত্রটা ভিন্ন ভিন্ন। তাই
অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে
পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক।
102.
জীবনে আশা করা,
কারো প্রতি আস্থা রাখা ও নিজের
ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না।
কিছু খারাপ স্মৃতির জন্য এই
তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ
খুঁজে পাওয়া যায় না।
103.
জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করবেন না ,
কারন অন্ধকারে আপনার ছায়াও আপনাকে ছেড়ে চলে যায় ।
104.
জীবনে জখ মনে হবে আর কিছু অবশিষ্ট নেই,
মনে রাখবে যে জীবনের লক্ষ্যপথ কখনই মখমলের মত মসৃন হয় না..
অন্ধকারের মধ্যেও জোনাকি নিজের রাস্তা খুঁজে নেয়,
কারণ সে আলো আসার অপেক্ষা করে না...
105.
জীবনে যত ঝড় আসুক না কেন , সবাই তোমাকে ছেড়ে চলে যাক না কেন , একজন তোমাকে ছেড়ে কখনো যাবেন না ...... কেননা তুমি তার শ্রেষ্ঠ সৃষ্টি !!!!
106.
জীবনের কঠোর অভিজ্ঞতাগুলো যখন তোমাকে ঠেলতে ঠেলতে সবচেয়ে পেছনের দেওয়ালটাতে নিয়ে গিয়ে পিষে দেওয়ার চেষ্টা করবে,
তখন যদি তুমি হাল ছেড়ে দাও,
তবে জানবে যে জীবনের আসল পরীক্ষায় তুমি হেরে গেলে!
পৃথিবীর সব সমস্যার একটা সমাধান থাকেই!
107.
জীবনের রাস্তায়
একা একা হেঁটে যাওয়া খুব
একটা কঠিন কাজ নয় ।
কিন্তু , কারো হাত ধরে অনেক
টা পথ হেঁটে গিয়ে,
সেখান
থেকে একা একা ফিরে আসা খুব
বেশি কঠিন ।
108.
যখন কেউ তোমাকে attitude দেখাবে,ভুলেও তাতে রেগে যেও না..বরং মনে মনে প্রাণ ভরে হাসো...কারণ তার চোখে তুমি এমন কেউ যাকে ইমপ্রেস করতে তাকে attitude দেখাতে হয়..
109.
যখন কেউ পড়ে গেছে তাকে লাথি মারা খুব সহজ!
কিন্তু ভুলে যেও না যে সেও কখনো আবার উঠে দাঁড়াবে! তখন তুমি শুধু আশা করতে পারো যে তার স্মৃতিশক্তি যেন খুব দুর্বল হয়....
110.
যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি ফেলবে,তখন জিগেশ কর না যে "আমি কেন?"
বরং হাসি মুখে বলো,"চেষ্টা করেই দেখো!"
111.
যখন তোমার মনে হবে যে আর পারছ না,এবার ছেড়ে দেওয়া উচিত...
তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেন করেছিলে!
112.
যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।
113.
যখন তুমি শিখে যাবে কিভাবে কারো কথায় কান না দিয়ে চলা যায়,
যখন তুমি শিখে যাবে কিভাবে নিজের মনের কথা শুনে এগিয়ে চলতে হয়,
তখন পৃথিবীটা আরও সুন্দর হয়ে ধরা দেবে তোমার চোখে...
114.
যখন সারা পৃথিবী বলে,\"বাদ দে,তোর দ্বারা হবে না...\",
আশা এসে কানে কানে বলে,\"আর একবার চেষ্টা করে দেখ না...\"
115.
যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে, দেখতে পাবে অনেক সুনাম, খ্যাতি। কিন্তু দেখতে পাবে না সেইসব আত্মত্যাগগুলোকে যেগুলি ওই সাফল্য এনেছে।
116.
যাদের তোমার জীবনের অংশ হওয়ার জন্যে প্রয়োজনীয় যোগ্যতাটুকু নেই, তাদের জন্যে মাথায় চাপ নেওয়ার মতন সময় কি সত্যিই তোমার কাছে আছে?
মনে রেখো জীবন কিন্তু খুব ছোট একটা সময়....
117.
যারা অভিনয় করতে ভালবাসে তাদের সাথে বন্ধুত্ব করার আর সময় নেই আমার কাছে...প্রকৃত অর্থে আমার বন্ধু হয়ে ওঠার চেষ্টা করো, নাহলে নির্দ্বিধায় চলে যাও....
118.
যারা ব্যর্থ হয়ে যায়,তারা হেরে যায়...
কিন্তু যারা জিতে যায়,তারা সফল না হওয়া অবধি ব্যর্থ হয়েই যায়...
119.
যারা বলে তুমি আগের থেকে বদলে গেছ,তাদের কানে কানে বলে এসো যে যে "বদলে আমি যাই নি,শুধু বড় হয়ে গেছি,তুমিও তাই বাচ্চাদের মতন কথা বোলো না.."
120.
যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে।।।
~~বেঞ্জামিন ডিজরেইলি
121.
যে আজ নিজের "পেমেন্ট"এর চেয়ে বেশী কাজ করে..
এমন দিন তার জীবনে খুব তাড়াতাড়ি নিশ্চই আসবে যেদিন সে তার কাজের তুলনায় বেশী "পেমেন্ট" পাবে....
122.
যে কোনো কাজ করার আগে যদি তোমার ভয় না লাগে...নিজের মধ্যে যদি এই ভাবনার উদ্ভব ঘটাতে পারো--"আমি পারবো"....তবে তুমি আত্মবিশ্বাসী...
123.
যে কোনো কাজী আত্মবিশ্বাস নিয়ে করবে..তার কারণ ইটা নয় যে তুমি তাহলে সফল হবে..বরং মনে এটা রাখবে যে কখনো কখনো তুমি সাফল্য পাবে আর কখনো কখনো শিক্ষা..
124.
যে যেতে চায় তাকে যেতে দাও আটকিয়ে রাখার
চেষ্টা করো না। আটকালেই
সে ভাব্বে যে তাকে তোমার কোন গতি নেই,
তুমি অচল। যে তোমার মুল্য বোঝে নাহ
তাকে আটকে রাখার কোন দরকার নেই। এড়িয়ে চল খুশি থাকো। এড়িয়ে চলার মাঝে ও
একটা মজা আছে। বিশ্বাস না করলে একবার
ট্রাই করেই দেখো।
125.
যে তোমায় সত্যিকারভাবে ভালোবাসে,
সে শত দুঃখ কষ্ট সহ্য করেই তোমার পাশে থাকবে, তাকে বেঁধে রাখতে অন্য কোন কিছুর প্রয়োজন নেই, তোমার ভালোবাসাই সেক্ষেত্রে যথেষ্ট,।
আর যদি ভালো না বাসে, ,,,,
তাহলে কোন কিছুর বিনিময়ে ,,,,,,,,
তুমি তাকে ধরে রাখতে পারবে না.......
126.
যে নিজের জীবনে সেই সাহসটুকু যোগার করতে পারে না যা দিয়ে কিছুটা দুঃসাহসী ঝুঁকি নেওয়া যায়,সে বড্ড বেশি সাধারনভাবে জীবন কাটিয়েই জীবন শেষ করে...
127.
যে ব্যক্তি তোমার চাইতে বেশী জানে, তার নিকট থেকে জ্ঞান আহরণ কর । আর অজ্ঞদের কিছু শেখাতে সচেষ্ট হও।
128.
যে লোক ধৈর্য্য ধরতে পারে, তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে।
129.
যেকোন কাজেই সাফেল্যর মূল সূত্র হলো উচ্চাশা আর আগ্রহ।।।
~ স্যাম ওয়াল্টন
প্রতিষ্ঠাতা, ওয়াল-মার্ট
130.
যেগুলো তুমি না,
সেগুলোর জন্যে নিজেকে ঘৃনা করা
বন্ধ করো,
বরং নিজের মধ্যের
সব ভালো জিনিসগুলো খুঁজে নিয়ে
নিজেকে ভালবাসতে শেখো!
131.
যতই দূরে হারিয়ে যাও ,
আমি তোমাকে খুঁজে বের করবোই ।
যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন
করে নেবো ।
যতই ঘৃনা কর আমায় ,
আমি চিরদিন এভাবে তোমায়
ভালবেসে যাবো ।
যতই পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার
জন্যে ভালবাসার ফুল ফুটাবোই...
132.
যতটা কাঁদতে পারো কেঁদে নাও,
কিন্তু একবার কাঁদা হয়ে গেলে,
নিজেকে কথা দাও,
যে আর কখনো একই কারণের জন্যে কাঁদবে না!
133.
যদি আপনার কাছে কেউ কিছু বলতে চায়,
তবে মনোযোগ দিয়ে তার কথা গুলো শুনুন।
কিছু দিতে পারেন বা না পারেন,
আপনার আন্তরিকতা তার হৃদয়কে স্পর্শ করবে।
134.
যদি জীবনে উন্নতি করতে চাও , "না" শব্দটিকে তোমার জীবন থেকে বাদ দাও ! যদি তুমি ভাবো তুমি পারো , তবে তুমি পারবেই ! ঘুমন্ত সিংহের মুখে শিকার এসে প্রবেশ করে না ! তাই নিজের অধিকার অর্জন করতে শেখো ! দেখো সারা বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে !!
135.
যদি জীবনে উন্নতি করতে চাও , "না" শব্দটিকে তোমার জীবন থেকে বাদ দাও !
যদি তুমি ভাবো তুমি পারো , তবে তুমি পারবেই !
ঘুমন্ত সিংহের মুখে শিকার এসে প্রবেশ করে না ! তাই নিজের অধিকার অর্জন করতে শেখো ! দেখো সারা বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে !!
136.
যদি তোমার অতীতের ভুলগুলো দিয়ে কেউ তোমার বিচার করে,
তাহলে তাদের উপর করুন করো..
কারণ তারা জানে না সেই ভুলগুলো থেকে তুমি কি শিক্ষা পেয়েছ....
137.
যদি তুমি কাওকে ভালবাস, তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে, তবে সে তোমার। আর যদি ফিরে না আসে, তবে সে কোনদিন ও তোমার ছিল না
138.
যদি ভাল পেনসিল হাতে না পারো,, কারো সুখের গল্প লিখার জন্যে.. তাহলে ভাল রাবার হও,, যেনো কারো দুঃখ মুছে দিতে পারো..!!
139.
তোমার এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি এক বছর,এক মাস এমন কি ১৫মিনিত আগেও যেমন ছিলে তেমনি থাকতে হবে...বেড়ে ওঠার অধিকার তোমার আছে...তাই বেড়ে ওঠার জন্যে কারো কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না..
140.
তোমার চারপাশে বাঁধা সবসময়েই থাকবে!
এমন অনেকে থাকবে যারা তোমার উপর আস্থা রাখতে পারবে না..
হয়তো কিছু সময়ে তোমার দ্বারা কিছু ভুল-ও হয়ে যাবে,
তবু কঠোর পরিশ্রমে তুমি
সঠিক পথে ফিরে আসতে পারবে সবসময়..
শুধু তোমাকে জানতে হবে যে
নিজের উপর বিশ্বাস হারানো পাপ!
141.
তোমার চারপাশে সবসময়ই এমন কেউ না কেউ থাকবে যারা তোমাকে বিশ্বাস করবে না...
যারা তোমাকে সন্দেহ করবে,
যারা তোমাকে ঘৃনা করবে...
আর একদিকে থাকবে তুমি,
যে তাদের সবাইকে ভুল প্রমান করতে পারে...
142.
তোমার জীবনের প্রতিটি যুদ্ধ তোমাকে আরো বেশী শক্ত করে তুলেছে...
তাই খারাপ সময়গুলোর উপরে রাগ কোরো না..
তারা শুধু তোমাকে শক্ত করে তুলতেই আসে...
143.
তোমার জীবনটা বাকি পৃথিবীর কাছে কিন্তু একটা বার্তার মতন...তাই খেয়াল রেখো সেটা অন্তত একজনকে যেন উদ্বুদ্ধ করে....
144.
তোমার টুকরো টুকরো সত্যিকারের অনুভূতিগুলো কেউ একজন টিস্যু পেপারের মত করে ছুঁড়ে ফেলে দিয়েছে ... তোমার দেওয়া সময়গুলো আর কেয়ারগুলো কেউ একজন কেড়ে নিয়ে চলে গেছে ... এই বোধটুকু যখন তোমার আসবে, তুমি তখনই শক্ত হয়ে যাবে ... পাথরের মত শক্ত ... যেই পাথরটা কোন একটা খারাপ মানুষের জন্য ভেঙ্গে যাবে না ... এই পাথরটা বাঁচতে শিখবে, ভাঙ্গতে শিখবে না !!
145.
তোমার যখন মন খারাপ থাকবে তখন সেই বুজবে যে তোমার কাছের মানুষ্
146.
.তোমার যাত্রাটা সবাই বুঝতে পারবে না...
কিন্তু তাতে সমস্যাটা কোথায়...
তুমি নিজে নিজের জীবন বাঁচতে এসেছো,
কাউকে কিছু বোঝাতে নয়...
147.
তোমার বয়স কখনই এতটা বাড়তে পারে না যেখানে দাঁড়িয়ে তুমি আর একটা নতুন স্বপ্ন দেখতে পারবে না বা আর একটা নতুন লক্ষ্য স্থির করতে পারবে না....
148.
তোমার সবকিছু জন্যে আমি সবসময় হাজির থাকতাম বলে এমনটা ভেবো না কখনো যে আমি তোমার চাকর হয়ে গেছি...ভালো লাগত তোমায়, তাই করতাম!
149.
তোমার সবচেয়ে বড় শত্রুর জন্যে সবচেয়ে বড় শাস্তি হল তোমার সাফল্য..
150.
তোমার স্বপ্নগুলো বাস্তবকেও হার মানাতে পারে যদি তুমি সেগুলোকে একটা সুযোগ দাও...
151.
তুমি যখন সবার থেকে আলাদা কিছু করবে তখন সবাই তোমাকে টেনে নিচে নামাবে , কারণ তাদের মধ্যে তোমার জন্য হিংসা কাজ করবে । কারণ তুমি তো তাদের মত না , তুমি তাদের মত চিন্তা করো না ,তাদের মত সাধারণ জীবন যাপন করতে চাও না ! তাই তারা তোমার পিছে লাগে , তোমার মনোবল ভাঙার চেষ্টা করে । কিন্তু একটা কথা মনে রেখো , \" সিংহ কিন্তু ভেড়ার কথায় কান দেয়না !\"
তুমি এগিয়ে যাবে।
জয় তোমারই হবে !
152.
তুমি যাকে খুঁজছ বা যার জন্যে অপেক্ষা করছ,সেও নিশ্চই তোমায় পাগলের মতন খুঁজছে..তাই কখনো হাল ছেড়ে দিও না..
153.
তুমি যেমন,তেমনই থাকো..কারণ একটা নকলের থেকে আসলের দাম সবসময়ই বেশি....
154.
তুমি যত ভালই কাজ করো না কেন,
এমন অনেক মানুষই চিরকাল তোমার জীবনে থাকবে যারা তোমার সমালোচনা করবে...
কিন্তু তাদের ভয়ে যদি তুমি নিজের কাজ বন্ধ করে দাও,তাহলে জানবে তুমি হেরে গেছ!
155.
তুমি যতই ধীরে অগ্রসর হও না কেন,
তোমার গতি ততক্ষন অবধি প্রশ্নের মুখে পড়বে না যতক্ষন না তুমি থেমে যাচ্ছ...
খরগোশ ও কচ্ছপের প্রতিযোগিতায় কচ্ছপ জিতে গেছিল শুধু এই কারণেই...
156.
তুমি দেশকে যথার্থ ভালোবাসো তাহার
চরম পরীক্ষা তুমি দেশের জন্য মরিতে পার
কিনা।
157.
তুমি বেস্ট না হতে পারো..কিন্তু তোমার চেষ্টাটা যেন সর্বসেরা হয়...
158.
তুমি সাফল্য থেকে ততটা দূরেই আছ যতটা কঠোর পরিশ্রমের থেকে..
তাই তুমি যত কঠোর পরিশ্রম করবে,
সাফল্যের ততটাই কাছে পৌঁছতে পারবে...
159.
দুঃখগুলোকে মনের খাচায় বেধে না রেখে উড়তে দাও খোলা আকাশে,
অসীম শুন্যতার এই দুঃখগুলোই একদিন সুখ হয়ে ধরা দেবে।
160.
দেখতে শিমুল ফুল কতই না সুন্দর,
সুবাস নাই বলে কেউ করেনা আদর
"রূপে" মানুষ বড় নয়,বড় হয় গুণে।
অসুন্দর কোকিলের গান সকলেই শোনে!
161.
দেশের জন্য এক বিন্দু রক্ত দান করার
মতো মহত্ কাজ আর নেই।
162.
নক্ষত্রেরা কিন্তু অন্ধকার ছাড়া জ্বলজ্বল করতে পারে না..
অর্থাত যতক্ষন না তুমি ব্যর্থতার মুখোমুখি হচ্ছ,ততক্ষন অবধি তুমি সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারবে না ভালোভাবে....
163.
নিঃশ্বাস আরবিশ্বাসের মধ্যে মিল রয়েছে অনেকটা, নিঃশ্বাস কারো একবার চলে গেলে জীবনে আর ফিরে আসে না।
ঠিক তেমনি বিশ্বাসওএকবার ভেঙ্গে গেলে আর সহজেজোড়া লাগেনা।।
164.
নিজেই নিজেকে তৈরি করো, অন্যের জন্য অপেক্ষা কোরো না,
অন্যের জন্য অপেক্ষা করা মানে নিজেকে পিছনের দিকে ঠেলে দেওয়া।
যখন তোমার কাছে সফলতা অর্জনের আলোকময় আগ্রহ থাকবে
তখন কেউ তোমাকে থামাতে পারবে না।
কি ঘটেছে এটা তোমার দেখার বিষয় নয়,
বরং ঘটার পর তুমি কী করেছ, সেটাই দেখার বিষয়।
165.
নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না।
166.
নিজের ক্যারিয়ার আর জীবন নিয়ে দ্বিধান্বিত হওয়া উচিত নয়।।।।
~~ হিলারি ক্লিনটন
মার্কিন রাজনীতিবিদ
167.
নিজের দুঃখের কথা যারে তারে কয়ো না, অপবাদ উপহাস মিছিমিছি সয়ো না।
168.
নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন ।
যেখানে হোঁচট খাবেন , সেখান
থেকেই উঠে দাঁড়ান । জীবনে ঝড়
আসবেই । ব্যর্থতা থাকবেই ।
জীবনে সবচেয়ে ভালো জায়গায়
যেতে চাইলে জেদ করতে শিখুন
নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন...
আপনার সাফল্য নিশ্চিত ।
169.
নতুন কাউকে চাই যে আমাকে ঘৃনা করবে,
পুরোনো সবাই আমাকে পছন্দ করা শুরু করে দিয়েছে...
170.
পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেয়া যায়। কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেয়া জায় না ।
171.
পাখি উড়ে গেলেও পালক ফেলে যায়,, আর মানুষ চলে গেলেও ফেলে যায় স্মৃতি..
172.
পাখি কখনো ডাল ভেঙ্গে পড়ে যাওয়ার ভয় করেনা,কারন তার বিশ্বাস ডালের উপর নয়,ডানার উপর।তাই জীবন চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্য কারো উপরে নয়।
173.
পাখি ডালে বসতে ভয় পায়না
কারন
তার বিশ্বাস ডালের উপর নয়
তার বিশ্বাস নিজের ডানার উপর।
ঠিক সেইমতো
জীবনে সবসময় নিজের উপর আস্থা রাখবেন, অন্য কারোর উপর না। দেখবেন সবক্ষেত্রে জয়ী হবেন।
174.
পার্থনা ও প্রসংশা এই দুই টা জিনিস স্বয়ং বিধাতা পছন্দ করে।
175.
পৃথিবিতে বেচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয়। __\"হুমায়ুন\"
176.
পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায়।জীবন অনেক সহজ হয় যদি তা সহজ করে গ্রহণ করা হয় ।
177.
পৃথিবী সাহসী মানুষের জন্যে । তাই সবসময় মনে মনে বলুন - আমি সাহসী । আমি নির্ভীক ।
তবেই আপনার আত্মবিশ্বাস আপনাকে জীবনের পথে এগিয়ে চলার শক্তি যোগাবে...
178.
পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই
একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে |
179.
পৃথিবীতে কেউ কষ্ট ছাড়া থাকে না..
প্রত্যেকের জীবনে কষ্ট আসে...
কষ্টের জন্যে যদি সবাই বাঁচার আশা ছেড়ে দিত,
তাহলে পৃথিবীটা খুব তাড়াতাড়িই প্রাণহীন হয়ে পড়ত!
180.
পৃথিবীতে দুজন মানুষকে খুব
বেশি ভালোবাসা উচিত।
একজন হলো - যিনি তোমাকে জন্ম দিয়েছেন
আর একজন হলো - যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে...
181.
পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া
বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়।
কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে ।
182.
প্র:সাহস কাকে বলে?
উ: সুস্থ সবলভাবে বেঁচে থাকতে,বেড়ে উঠতে এবং সবসময় নিজের মনের কথা সুনে চলতে তোমার যেটা প্রয়োজন হবে তাকেই আমরা সাহস বলি!
183.
প্রকৃত বুদ্ধিমান নিজের আগের করা ভুল নিয়ে বেশীক্ষণ কাঁদে না...
বরং সচেষ্ট হয় কিভাবে সেই ভুলটাকে ঠিক করা যায় সেই পথ খুঁজতে!
184.
পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়েঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন স্বার্থকতা নেই...
185.
প্রিয় অতীত,
ধন্যবাদ আমাকে এত কিছু শেখানোর জন্যে..
প্রিয় ভবিষ্যত,
আমি এখন তৈরী!
186.
পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয়
187.
প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না।
\"ফুলের চাষ করো\"। দেখবে প্রজাপতিই তোমার পিছনে ছুটবে।
188.
প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবিলা করাও..
তাহলে দেখবে একটা এমন দিন আসবে যেদিন বড় থেকে বড় সমস্যাও তোমার জীবনে একটুও প্রভাব ফেলতে পারবে না..
189.
প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল এমন ভাবে এগিয়ে চলা যেন তোমার কিছু হয়ই নি...
কাউকে এই তৃপ্তিটুকু না দেওয়া যে তার কিছু করাতে তুমি ভূগছ...
190.
প্রত্যেকেই কিছুটা পথ এমনিই দৌড়তে পারে,শুধুমাত্র যে ম্যারাথন দৌড়তে ইচ্ছুক,সেই পারে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যেতে...যেখানে সবাই হাফিয়ে যাবে সেখানেও না থেমে আরো এগিয়ে যাওয়ার জন্যে যা প্রয়োজন তা হল আত্মবিশ্বাস...
191.
বিপদ যত বড় হোক না কেন,
তাকে চিরস্থায়ী মনে করো না
ধৈর্য ধরে স্রস্টার
কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা করো।
192.
বিপদ যতো বড়ই হউক না কেন, তাকে চিরস্থায়ী মনে করো না।।।।
-- হযরত আলী (রাঃ)
193.
বিশ্বাস রাখুন নিজের প্রতি। কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না। দেখবেন একদিন আপনার বিশ্বাসই আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। .
194.
বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে।
কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।
195.
ব্যর্থতা কখনো তোমাকে চাপিয়ে যেতে পারবে না যদি সফল হওয়ার ইচ্ছাটা তোমার প্রবল হয়...
196.
ব্যর্থতা তোমাকে নিরাশ করতে পারে,
আবার ব্যর্থতা তোমাকে সবকিছু আবার নতুন করে শুরু করাতে পারে....
সিদ্ধান্ত তোমার!
197.
ব্যর্থতা মানে আসলে নতুন করে শুরু করার আর একটা সুযোগমাত্র..
এইবার আরও বেশি ভালোভাবে...
198.
বন্যা ,
তুমি দুকূল ভাসাও ,
ভাসতে থাকে আমার বাসা l
বন্যা ,
তুমি স্বপ্ন দেখাও ,
তোমার স্রোতেও নতুন আশা ll
199.
ভাবনার উত্তম সময় রাত। কেননা, নিরবতা তখন সঙ্গী হয়।
200.
ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না , স্বপ্নও দেখতে হবে ..শুধু পরিকল্পনায় হবে না , আত্মবিশ্বাসী হতে হবে .
.
201.
ভালো হিসেবী না হলে তুমি একজন ভালো ব্যবসাদার হতে পারো না l
কিন্তু একজন ভালো বেহিসবী না হলে ,তুমি ভালো মনের অধিকারী হতে পারবে না l
202.
মানুষ একা থাকতে ভালোবাসেনা, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায়না,
তখন সে মানুষ বাধ্য হয়ে নিজেকে আড়াল রাখে !!
203.
মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই,
যখন সে কারো প্রতি অসম্ভব ভাবে দুর্বল হয়ে পড়ে।
204.
মানুষের মন এমনভাবে তৈরী যে সে যদি কোনভাবে দৃঢ়প্রতিজ্ঞ হয় কোনো কিছু করা নিয়ে,তাহলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোও তার সঙ্গ দেয় দ্বিধাহীন ভাবে...
তাই দরকার শুধু একটা দৃঢ় প্রতিজ্ঞার!
205.
মিথ্যা বললে তা তোমার মনেই রয়ে যায়।
মনকে খোঁচাতে থাকে। সত্য বলার
সবচেয়ে বড়
সুবিধা হলো তুমি কি বলেছো তা আর
তোমার মনে রাখার প্রয়োজনীয়তা নেই।
206.
মনে রেখো অসম্ভব বলে কিছু হয় না...
সব কাজের ক্ষমতা ঈশ্বর আমাদের দিয়েই পাঠিয়েছেন...
শুধু প্রয়োজন কিছুটা অধ্যাবসায়ের আর অনেকটা ধৈর্য্যের...
207.
লক্ষ্য রাখো ঠিক ...
বিশ্বাস রাখো তুমি পারবেই
বুকে রেখে সাহস , মনোবল ...
পরাজয় হার মানবেই।
206.
লোকে আমার ব্যাপারে কি ভাবছে
সেটাও যদি আমি ভাবি
তাহলে লোকে কি ভাববে..
ওদের জন্যেও কিছু থাক...
209.
শিক্ষা মানুষকে আলোকিত করে,
আবেগ মানুষকে নষ্ট করে,
বিবেক মানুষকে বাচাঁয়,
আনন্দ মানুষকে হাসায়,
ধৈর্য্য মানুষকে উন্নত করে।
210.
শিক্ষা মানুষকে আলোকিত করে,আবেগ মানুষকে নষ্ট করে,বিবেক মানুষকে বাঁচায়,কৌতুক মানুষকে হাসায়,প্রেম মানুষকে কাঁদায় আর নিজের উপরে রাখা বিশ্বাস মানুষকে জেতায়...
তাই বিশ্বাস করতে ভয় পেও না...
211.
.শত সুন্দরের মাঝে ছোট ছোট অসুন্দর গুলো যেমন আমাদের কাঁদায়, তেমনি শত অসুন্দরের মাঝে ছোট ছোট সুন্দরগুলোই আমাদের বাঁচতে শেখায়....
212.
শত্রুকে যদি একবার
ভয় করো,
তবে বন্ধুকে অন্তত
দশবার ভয় করো।
কারণ বন্ধু যদি কোন সময়
শত্রু হয়,
তবে সে হবে সবচেয়ে নিষ্ঠুরতম
শত্রু।
213.
শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসই তোমাকে সাফল্য এনে দিতে পারে...
-মার্ক টোয়েন
214.
সুখের পেছনে ছুটতে নেই, সুখ প্রজাপতির মত।
ধরতে গেলে ধরা দেয়না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে।।
215.
সাধারন হওয়াটাই একটা অসাধারন বিষয়, সবাই সাধারন হতে পারে না |
216.
সাফল্য পাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা আমার জানা আছে,
সেটা হল
আরও একবার অন্য কোনোভাবে চেষ্টা করা...
এবং করতেই থাকা যতক্ষন না সাফল্য ধরা দিচ্ছে...
217.
সাফল্য সুখের কারণ নয় বরং সুখই
সাফল্যের চাবিকাঠি।
আপনি যাই করুন না কেন, তা যদি মন থেকে
ভালোবেসে খুশিমনে করতে পারেন,
তবে সাফল্য আসবেই।
218.
সাফল্যের সাথে আত্মবিশ্বাস আসবেই ..কিন্তু সাফল্য তখনই আসে যখন তুমি আত্মবিশ্বাসী হবে ..তাই আত্মবিশ্বাসের সাথে দিনটা শুরু করো ...
219.
সেই তোমাকে সত্যিকারের ভালবাসে, যে তোমার দেয়া শত কষ্ট, যন্ত্রনা, অপমান মুখ বুঝে সহ্য করে।
220.
সেই সমস্ত কারণগুলো ভুলে যাও
যেগুলো তোমার সফল হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াবে..
বরং সেগুলো মনে রাখো যেগুলো তোমাকে সফল হতে সাহায্য করবে...
221.
সুন্দর হওয়া মানে একটা
অসাধারণ মুখমন্ডলের উপস্থিতি বোঝায় না..
সৌন্দর্য্য মানে
একটা অসাধারণ মন.
একটা অসাধারণ হৃদয়
আর একটা অসাধারণ আত্মা...
যার কাছে এই তিন আছে সেই
প্রকৃত সুন্দর...
হয়ত বর্তমানে তার দাম সে পাচ্ছে না,
কিন্তু একটা এমন দিন নিশ্চই আসবে যেদিন
সে তার সৌন্দর্য্যের দাম পাবেই!
222.
সব কিছু মনে রাখতে নেই । কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় । যেমন কারো অবেহেলা, বা ব্যর্থ ভালোবাসা...
নাহলে এগুলো জীবনে চলার পথে তোমাকে বারবার হোঁচট খেতে বাধ্য করবে...
223.
সব মহান মানুষেরা তাদের যাত্রা শুরু করেছিলেন
একটা ছোট্ট \"আইডিয়া\" দিয়ে..
সেটা নিয়ে কাজ করতে করতে তারা সাফল্য পেয়েছেন..
তুমিও তেমনিভাবে একটা ছোট্ট লক্ষ্য স্থির করে
যাত্রা শুরু করো...সেটা পাওয়া হয়ে গেলে আরও একটা ছোট লক্ষ্য স্থির করো..
এভাবে এগিয়ে যাও ধীরে ধীরে....
224.
সব সমস্যায়ই তুমি নিজেকে একা পাবে...কিন্তু তোমার সাফল্যের পর পুরো পৃথিবী তোমার সঙ্গে থাকবে...যখন যখন পৃথিবী কারো উপরে হেসেছে...তখন তখন সেই ব্যক্তি ইতিহাস রচনা করেছে...
225.
সবাই বলে তুমি একবারই বাঁচার সুযোগ পাও,
আমি মানি না...
আমার মতে বাঁচো তো তুমি প্রতিদিনই,
কিন্তু মরতে পারবে একবারই....
226.
স্বামী বিবেকানন্দ একজন ভারতীয় হয়েও মাত্র পাঁচ মিনিটের সময় নিয়ে স্টেজে উঠে পুরো আধ ঘন্টা বক্তৃতা দেন শিকাগোর মতন জায়গায়...
কারণ তাঁর মধ্যে সেই আত্মবিশ্বাস,জ্ঞান এবং ব্যক্তিত্ব ছিল...তিনিও বাঙালি ছিলেন এবং আমরাও বাঙালি...
তাই "বাঙালি মানেই কুঁড়ে এবং অকর্মন্য"-এই চিন্তাভাবনা যারা করে তাদের মুখ বন্ধ করার এক মাত্র উপায় হলো স্বামী বিবেকানান্দর মতন হওয়ার চেষ্টাটুকু করা...
227.
সবার জন্যে:
যারা আমাকে এড়িয়ে গেছো...
যারা আমাকে অবহেলা দিয়েছো...
আমার উপর হেসেছো..
যারা আমাকে গালাগাল করেছো...
যারা মনে মনে আমার ব্যর্থতা কামনা করেছো...
গত বছরে-অর্থাত ২০১৫ তে;
228.
২০১৬ তে তাদেরকে দেখানোর জন্যে আমি তৈরী হচ্ছি...
আমার সাফল্য দিয়ে তাদের গলা টিপে ধরতে আমি তৈরী হচ্ছি...
229.
স্বপ্ন সবারই থাকে,কিন্তু সেগুলোকে সত্যি করে তলার জন্যে যে পরিশ্রম প্রয়োজন সেটা করার মতন মানসিকতা সবার থাকে না...স্বপ্ন সত্যি তাদেরই হয় যারা সেটা সত্যি করার চেষ্টাটুকু অন্তত করে...
230.
সমস্যা যতই কঠিন হোক না কেন,সাহসের সাথে সমস্যাগুলোর মুখোমুখি হও...কারণ এগুলোই তোমাকে দেবে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা...
231.
সমস্যায় পড়ে যদি ভেঙে পড়ো,
সমস্যা তোমার উপর চেপে বসবে...
মনকে বোঝাও,
\"সত্যি বলতে কি, আমার বয়ে গেছে!\"
232.
হীরে কিন্তু আসলে কালো কয়লার একটা স্তুপের মধ্যে থাকা একটা কয়লার টুকরো যেটা খুব চাপের মধ্যে থেকে একটা হীরের রূপ নিয়েছে...
233.
হঠাত যেন চোখের সামনে দেখলাম জমাট অন্ধকার...
একাকী আমি বড় অসহায় যেন...
শেষে বুঝলাম বিদ্যুত চলে গিয়েছিল..
ফিরে এসেছে বিদ্যুত..
ফিরে পেয়েছি আমি আমার আলো....
234.
হয়তো আমি অধৈর্য্য..একটু স্বাধীনচেতা...সময়ে সময়ে খুব অস্থিরমনষ্ক;
একটু সুস্থ,অনেকটা পাগল...
কিন্তু আমার পাগলামিতে যদি তুমি আমায় গ্রহণ করতে না পারো,
আমার সুস্থতায়ও তুমি আমায় তোমার সাথে আশা কোরো না...
Visit for Full Jodi Mon Kade Lyrics
ReplyDeleteBangla quotes gulo khub valo laglo..
ReplyDeleteবাংলা ভালবাসার এসএমএস পেতে গুরে আসুন
ReplyDeleteভালবাসার রোমান্টিক এসএমএস।
এই মেসেজ গুলো আমাকে অনেক মুগ্ধ করেছে আপনারাও আশা করি মুগ্ধ হবেন। এরকম আরো অনেক অনেক মোটিভেশনাল পোষ্ট দেখতে বিনাপানি.কম ওয়েব সাইট ভিজিট করুন
ReplyDelete
ReplyDeleteGood Article bro
Motivational Quotes to Get You Motivated Today
এসো গল্পের দুনিয়ায় জীবনকে রাঙাই
ভালোবাসার কষ্টের গল্প কাহিনী,
Valobashar Golpo বাসর রাতে বউয়ের আবদার
ব্রেকআপ স্ট্যাটাস বাংলা,
ব্রেকআপ কষ্টের গল্প
ভালোবাসার গল্প,
বাস্তব জীবনের কষ্টের গল্প,
অন্ধকার বাসর রাতের কান্না,
বাসর রাতের রোমান্টিক গল্প
মিষ্টি প্রেমের ছোট গল্প,
হঠাৎ বিয়ে ভালোবাসার গল্প,
রোমান্টিক ভালোবাসার গল্প,
স্বপ্ন নিয়ে ছন্দ,
রোমান্টিক ছোট স্ট্যাটাস,
নিজেকে নিয়ে উক্তি,
রোমান্টিক প্রেমের কাহিনী
About life success – সফলতা বাংলা স্ট্যাটাস
ReplyDeleteGood Morning Messages
ReplyDelete