তুমি মিস কর - বাংলা বেস্ট ম্যাসেজ

STAY WITH US

top-bannner2-1

Hot

Post Top Ad

Sunday, August 13, 2017

তুমি মিস কর

Your Ad Spot
4515831-i-miss-you-wallpapers

01.
তুমি অনেক লাকি  কারণ তোমায় মিস করলে তোমার কাছে কোনো নোটিফিকেশন যায় না যদি যেতো তাহলে তুমি কখনো ঘুমাতে পারতে না।





02.
বন্ধু যদি হও ,মেঘ এর মত, দুরে যেতে দিব না তো, বন্ধু যদি হও ,পাখির মতো , উড়ে যেতে দিবো না তো, কি করে বোঝাবো তোমায় Miss করছি কতো ।





03.

বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে, বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে?
miss you……





04.
ফুল তো বাগানের তবে হাতে কেনো? চাঁদ তো আকাশে তবে জলে কেনো? জল তো সাগরে, তবে চোখে কেনো? মন তো আমার তবে বার বার তোমাকে মনে পরে কেনো ?





05.
 মন ভালো নেই, বারে বারে মনে হয় তুমি কাছে নেই, কেন কাটেনা সময়, সাতটি রঙে তোমাকে খুঁজে বেরাই। বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হই। রাত কাটে নিরঘুম, আমি নিশচুপ,নিঃশব্দ ভেবে যাই। কাছে চাই তোমায় এতোটাই।  '-- মনে পরে তোমায় --'








06.
একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি ¤ কল্পনাতে শুধু তারি ছবি আঁকি ¤ বর্ষার কাব্য লাগেনা যে ভালো ¤

কেন বার বার তোমাকে মনে পড়ে বলো¤







07.

মনে রাখব তোমাকে চিরদিন, তুমি যেখানেই থাক যতদিন. তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতি ঘর, যদিও তুমি হয়ে গেছ আমার পর, তবুও মিস করব তোমায় জীবন ভর.      






08.
টিপ টিপ বৃস্টি পরছে অঝোরে আজ সারা দিন ধরে ____ বিসন্ন ভাবনায় কাটে না সময়, তাকে শুধু মনে পরে____






09.


তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার সপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না  I Miss U_____




10.
তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়, কেন চলে গেলে আমাকে ছেড়ে, তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারি নাই... I miss u




11.
গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে, মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে.

'I miss you'





12.
মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে ... এতটা miss করি তোমাকে ... আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি....  'I miss U'





13.
জানিনা কিভাবে তোমার দেখা পাবো, জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো, জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়। শুধু জানি এই অবুজ মনটা  ''অনেক মিস করে তোমায়।





14.
প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা, তোমার জন্য আমার এতো ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে। মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে, আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমি হীনা নিঃশ্ব লাগে নিজেকে। শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।

___মিস ইউ___






15.
আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই, হায় হৃদয়ের ঋন শুধু হৃদয়ে বাড়াই , মনে কি পরে না স্মৃতির ফুল তোলা, সোনালী সুতোয় বোনা হারানো সে দিন, মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি, মনে কি পরে না,মনে কি পরে না......




16.
এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি.....

___আই মিসস ইউ___




17.
যখন তোমাকে খুব মিস করি,,  তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি..  জানি সেখানে তোমাকে দেখব না..  কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,,  দুজনে এক আকাশের নিচেই তো আছি....

-- মনে পরে তোমায় --






18.
সাঁজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দেয়নি বলে, তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাইতো তোমায় সব সময় মিস করি আমি.




19.
স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুজে নাও বাঁচার মানে। সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। *হ্যাপি নিউ ইয়ার ২০১8*




20.
হাসাতে না পারলে, কাঁদাবে না।আনন্দ দিতে না পারলে, কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?




10 comments:

  1. blogger_logo_round_35

    অবিরামভালবাসারইলো

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    আই মিস ইউ অনেক মিস করি তোমাকে

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    দূর থেকে দেখা হবে,
    কথা হবে না
    এ কেমন ভালোবাসা...! নাজমা

    ReplyDelete
  4. blogger_logo_round_35

    ভালো কি আমি একাই বেসেছি যে কষ্ট আমাকে পেতে হবে..! নাজমা

    ReplyDelete
    Replies
    1. blogger_logo_round_35

      তোমার কষ্টগুলো আমাকে দিয়ে, আমার সুখগুলো তুমি নিয়ে যাও। নাজমামনি...

      Delete
    2. blogger_logo_round_35
  5. romantic
  6. blank

    হাই, আমার নাম কানাডার পিটার। আমি সবচেয়ে বড় বানান প্রকাশকের সাথে একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা শেয়ার করতে চাই, ডSসঙ্গো, আমার স্ত্রী আমার সাথে প্রতারণা করেছেন, এবং যখন আমি জানতে পারলাম যে আমাদের একটি ঝগড়া হয়েছিল যার কারণে তাকে বিবাহ বিচ্ছেদ হয়েছিল কিন্তু আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, সে খুব সুন্দর এবং চরিত্রের সাথে সুন্দর লাগছে কিন্তু আমি চাই না যে আমার স্ত্রী আমার সাথে প্রতারণা করুক যা বিবাহ বিচ্ছেদের দিকে পরিচালিত করেছিল কিন্তু তা সত্ত্বেও আমি এখনও তাকে ফিরে পেতে চাই কারণ আমি তাকে অনেক বেশি ভালবাসি। যখন আমি অনলাইনে প্রেমের উদ্ধৃতি অনুসন্ধান করি তখন আমি কেঁদেছিলাম এবং অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি মানুষকে ড Dr.সঙ্গো এবং তার মহান কাজ সম্পর্কে কথা বলতে দেখেছিলাম, যার ক্ষেত্রে আমার মতই ছিল, তারা তার যোগাযোগের তথ্য রেখেছিল, আমি ড Dr. সাংগোর সাথে যোগাযোগ করেছি এবং তিনি আমাকে বলেছিলেন চিন্তা করবেন না যে 24 ঘন্টা পরে তিনি বিবাহবিচ্ছেদ বাতিল করবেন এবং আমার স্ত্রী আমার সাথে ফিরে আসবেন আমি সবকিছু করার পর পরের রাতে তিনি আমাকে সবচেয়ে বড় আশ্চর্য করার জন্য বলেছিলেন, এটা আমার স্ত্রী হাঁটু গেড়ে আমাকে ভিক্ষা চেয়েছিল তাকে ফিরিয়ে নিতে এবং তিনি এমনকি তার পিতামাতার সাথে এসেছিলেন, আবার ধন্যবাদ ডাS সাঙ্গো, আপনি সত্যিই আমার জন্য একটি আশীর্বাদ, তিনি আপনাকেও সাহায্য করতে পারেন! ড email সাঙ্গোর সাথে তার ইমেইলে যোগাযোগ করুন; spellspecialistcaster937@gmail.com

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    01866824720

    কোন আন্টি থাকলে নক দাও

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    মন ভালো নেই, বারে বারে মনে হয় তুমি কাছে নেই, কেন কাটেনা সময়, সাতটি রঙে তোমাকে খুঁজে বেরাই। বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হই। রাত কাটে নিরঘুম, আমি নিশচুপ,নিঃশব্দ ভেবে যাই। কাছে চাই তোমায় এতোটাই। মনে পরে তোমায়, তাই তো আজ পাহাড়ে ঘুরতে এসে তোমার কথা ভেবে ভেবে একটা পাহাড়ের ছবি আঁকলাম। এই ছবিটি আঁকা এতো সহজ যে বাচ্চারাও আঁকতে পারবে। আপনিও যদি পাহাড়ের ছবি আঁকতে চান তাহলে এই Mountain Drawing Easy Tutorial টি দেখেতে পারেন।

    ReplyDelete

Post Top Ad