দুর্গা পূজা - বাংলা বেস্ট ম্যাসেজ

STAY WITH US

ads

Hot

Post Top Ad

Your Ad Spot

Friday, August 25, 2017

দুর্গা পূজা


01.
$hiuli Phuler gondhe jeno bh0re gelo m0n,
$ubhro sitol ka$her $obhaye jur@lo du n@yan,
Agomonir b@rta b0ye b@jche dh@ker $ur,
$harodiyar dingulo h0k @nondo m0dhur !
$ubh0 Durg@ Puj@







02.

***নৌকাতে মা দিল পাড়ি.
*মা আসছেন বাপের বাড়ি*
*সংগে তাহার ছেলেমেয়ে*
*কি সুন্দর বাহন নিয়ে*
*অষটমীতে ঢাকের বাড়ি.*
*মা পড়বেন নতুন শাড়ী.*
*খুশিতে তাই নাচে মন*
*ভালো কাটুক পুজোর ক্ষণ...










03.
\"শরত তোমার অরুণ আলোর অঞ্জলি..\"
 -রবীন্দ্রনাথ ঠাকুর
আশ্বিনের এই শারদ-প্রাতে
দিনগুলি হয়ে উঠুক আরো আনন্দ-মুখর..
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা..









04.
“SOSTHI” te thak notun choa
“SAPTAMI” hok sisir dhoa,
anjali dao “ASTHAMI” te,
adda jamuk “NABAMI” te,
“DASHAMI” te hok misti mukh,
pujo ebar tomar khub valo katuk…









05.
।﹋\\_
 (҂`_´)
<,︻╦╤─ ҉ - - শুভ শারদীয়া ২০১৬
_।﹋\\_
শুভ মহাষষ্ঠী..









06.
অষ্টমীর পুণ্য তিথিতে মা এর আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকুক....
শুভ অষ্টমী...








07.
আকাশ জুরে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভালা.
বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো খেলা.
আসছে বছর পুজোর দিনে থাকব কোথায় কে যে জানে,
যেথায় থাক মায়ের সাথে রেখো আমায় নিজের মনে ..
শুভ বিজয়া








08.
এক বছরের পুজো প্রতীক্ষা আজ শেষ হলো..
শরতের হিমেল বাতাস প্রতিটি বাঙালির মনে জাগিয়ে তুলছে দূর্গা পুজোর আনন্দ..
দেবীপক্ষের শুরুতে আজ তাই জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা..








09.
একটি বছর ঘুরে আবার,
সময় হল মায়ের আসার..
শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা..








10.
এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে.শুভ বিজয়া!!!








11.
এবারের দুর্গাপুজোয় ঢাকের আওয়াজটা যেন বড্ড বেসুরো ঠেকছে..
তুমি সাথে নেই বলেই হয়ত..
পুজো প্যান্ডেলের আলোকসজ্জায় তোমার কথা ভীষণ মনে পড়ছে..
Missing You...
শারদ শুভেচ্ছা..








12.
কাশের বনে লাগলো দোলা
পুজো এলো ওই
একটি বছর প্রতীক্ষারও
শেষ হলো তাই..
আগমনীর দিচ্ছে জানান
মহালয়ার ভোরে
মনে খুশী জাগলো যে তাই
মা আসছে দোলায় করে..







13.
চারিদিকে শিউলি ফুলের গন্ধে
মাতোয়ারা এই মন..
খুশির শরত আকাশ জুড়ে
দুলছে কাশের বন
শারদ প্রভাত জানান দিচ্ছে মায়ের আগমন..






14.
ঢাকের আওয়াজ ধাই কুর কুর,
 শোনা যাই ওই আগমনীর সুর\'
 মায়ের এবার আসার পালা,
 শুরু হলো মজার খেলা,,
 তাই নিয়ে এই সুখী মন,
 জানায় আগাম অভিনন্দন।।

 শুভ মহালয়া।







15.
ঢাকের আওয়াজ ধাই কুর কুর/
শোনা যাই ওই আগমনীর সুর/
মায়ের এবার আসার পালা/
শুরু হলো মজার খেলা/
তাই নিয়ে এই সুখী মন/
জানায় আগাম অভিনন্দন/
সুভো মহালয়া।





16.
ঢাকের উপর ছিল কাঠি.. পুজো হল জমজমাটি.. আজ মায়ের ফেরার পালা.. জানাই তাই এইবেলা –
 “শুভ বিজয়া”







17.
ঢাকের উপর পড়ল কাঠি
পুজো কাটুক ফাটাফাটি
খুশীর জোয়ারে ভাসুক সবাই
পুজো হবে জমজমাটি...






18.
ঢাকের কাঠির বিদায় সুরে, উদাস করে মন
চললেন মা মহামায়া, আজকে বিসর্জন !
ঢাকের তালে ধুনুচি নাচন
এটাই প্রাচীন রীতি,
মনের ফ্রেম -এ বাঁধিয়ে রেখো দূর্গা পুজোর স্মৃতি !

বিজয়ার অনেক শুভেচ্ছা আর ভালবাসা...






19.
ঢাকের কাঠির মিষ্টি রেষ
পূজো এবার হল শেষ
নতুন আশায় বাধি বুক
সবার ইচ্ছে পুরন হোক
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে ।
শুভ বিজয়া..







20.
দেখতে দেখতে কেটে যায় কয়েকটা দিন,
মন অপেক্ষায় থাকে তোমাকে দেখার জন্যে...
ভিন্ন রূপে ভিন্ন সাজে
বিরাজ করো সবার মাঝে...
HAPPY PUJA...






21.
দেবীর আগমনে, আনন্দের আলিঙ্গনে
শিউলির গন্ধে
পুজোর উচ্ছাসে জীবন হয়ে উঠুক মঙ্গলময়..
মহালয়ার এই শারদ প্রভাতে জানাই শারদ শুভেচ্ছা..
শুভ মহালয়া..






22.
দেবীর আগমনে,আনন্দের আলিঙ্গনে,
শারদ এর গন্ধে,পুজোর উচ্ছাসে জীবন হয়ে
উঠুক মঙ্গলময়.মহালয়ার এই শারদ প্রভাতে জানাই
শারদ শুভেচ্ছা!
শুভ মহালয়া.






23.
দশমীর এই সন্ধে বেলা
সাঙ্গ হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা,
চোখের জল-এ বিদায় বলা ,
মা-এর হলো সময় যাবার
আসছে বছর আসবে আবার.

শুভ বিজয়া.






24.
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মফুলের পাপড়ি মেলা
ঢাকের তালে কাশের খেলা
মজায় কাটুক শারদবেলা
শুভ শারদিয়া






25.
নৌকাতে মা দিলো পাড়ি
মা আসছেন বাপের বাড়ি
সঙ্গে তাহার ছেলে মেয়ে
কি সুন্দর বাহন নিয়ে
অষ্টমীতে ঢাকের বাড়ি
মা পড়বেন নতুন শাড়ী
খুশিতে তাই নাচে মন
তোমায় দিলাম নিমন্ত্রণ
আসবে কিন্তু বন্ধুগণ...






26.
নব কল্পনা,নব জ্যোত্স্না,
নব শক্তি, নব আরাধনা...
নবরাত্রির পবিত্র উত্সবে
পূরণ হোক তোমার সব মনোকামনা...
নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা..






27.
নবীন মনে নতুন গানে
নতুনকে করো বরণ
নবীন আলোকে নব আনন্দে
শুভ হোক নববর্ষের আগমন..







28.
নবমীর অনেক অনেক শুভেচ্ছা...সবাই উপভোগ করো পুজোর শেষ দিনটি...





29.
পিতৃপক্ষের শুরু প্রতিটি বাঙালি মনকে আনন্দিত করে তোলে...মনে করিয়ে দেয় পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি..
শারদীয়ার আগাম শুভেচ্ছা..





30.
পুজো মানে নীল আকাশে, সাদা মেঘের ভেলা/
পুজো মানে খুশীর জোয়ার,আড্ডা সারাবেলা/
পুজো মানে হারিয়ে যাওয়া প্রেমের ফিরে আসা/
পুজো মানে নতুন করে আবার ভালবাসা.
শুভ মহালয়া







31.
পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া ,
মায়ের যাওয়ার দিন হলো আজ, শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া.
মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয়ে মা চলে...

শুভ বিজয়া





32.
পুবাশায় নবোদিত অরুণের চায় বৃষ্টির রিমঝিম সুরে,
কাল শুনতে পাবে ঝরা শিউলির গান...
প্যান্ডেলের বাঁশের ঠুকঠাক আওয়াজ আর সোনালী রোদ জানাবে তোমায়..
শুভ মহালয়া...





33.
প্রকৃতি সেজে উঠেছে নতুন সাজে
শিউলি ফুল আর কাশফুলের সজ্জায় সেও আজ মাতোয়ারা...
যেমন খুশি আমার বাঙালি মন..আসন্ন দুর্গাপুজোর আনন্দে..
শুভ মহালয়া..







34.
বাঙালির সবচেয়ে বড় উত্সব দূর্গা পুজো এসে পড়েছে প্রায়...আর মাত্র মাস দেড়েক পরেই হবে মা এর শুভাগমন...
এক বুক খুশী নিয়ে জানাই তোমায় দুর্গাপূজার আগাম অভিনন্দন...





35.
বাজছে কাঁসর , বাজছে ঘন্টা ।
নাচছে সবাই , নাচছে মনটা ॥
বইছে বাতাস , মৃদু মন্দ ।
সেথায় আবার , ধুনার গন্ধ ॥
চারিদিকে , খুশির ছন্দ ।
কলহ-বিবাদ , তাই বন্ধ ॥
মা এসেছেন , স্বর্গ থেকে ।
আমরা খুশি সবাই , মাকে দেখে॥
শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি ।
আজকে দেখো , মহাসপ্তমী ॥
জ্বলছে ধুপ , জ্বলছে আলো ।
পূজো তোমার, কাটুক ভালো ॥
 ॥শুভ মহাসপ্তমী ॥






36.
বাজছে কাঁসর , বাজছে ঘন্টা ।
নাচছে সবাই , নাচছে মনটা ॥
বইছে বাতাস , মৃদু মন্দ ।
সেথায় আবার , ধুনার গন্ধ ॥
চারিদিকে , খুশির ছন্দ ।
কলহ-বিবাদ , তাই বন্ধ ॥
মা এসেছেন , স্বর্গ থেকে ।
আমরা খুশি সবাই , মাকে দেখে॥
শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি ।
আজকে দেখো , মহাদশমী॥
জ্বলছে ধুপ , জ্বলছে আলো ।

 শুভ মহাদশমী









37.
বিসর্জন মানে আবার আসবে ফিরে, "খুশী" থাকুক সর্বদা তোমায় ঘিরে.
দশমীর আত্মীয়তা, একটু মিষ্টিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই থেকো সুখে..







38.
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠে শুরু দেবীপক্ষের...
আপামোর বাঙালির মনে জেগে উঠেছে দুর্গাপুজোর আনন্দ...
শুভ মহালয়া..






39.
বছর ঘুরে মা আবার ফিরে এলেন..
প্রার্থনা করি মা যেন তোমায় তার নয়টি আশীর্বাদে করে তোলেন সর্বশ্রেষ্ঠ... নাম, যশ, স্বাস্থ্য, সম্পদ, সুখ, মনুষ্যত্ব, জ্ঞান, ভক্তি ও শক্তি...
শারদীয় শুভেচ্ছা..






40.
বৃষ্টি ভেজা শরৎের আকাশ,,

শিউলি ফুলের গন্ধ,,

মা আসছে আবার ঘরে,,

দরজা কেন বন্ধ,,

পুজো মানেই মনের ভিতর দারুন,,

উথাল পাতাল,,

পুজো মানেই মিষ্টি সাজে,,

স্নিগ্ধ শরৎ সকাল,,

কাশ ফুলের হাতটি ধরে,,

ঢাকে পরবে কাঠি,,

গুনে দাখো পুজো আসতে,,

আর কটা দিন বাকি,,
★★★★★★★★





41.
মা এর আসার সময় হল,
খুশীর আলোয় ভরে গেল,জগত-ও সংসার
অসুর নিধন সত্যি, প্রমান করো আর একবার..
শুভ মহালয়া..






42.
মা চলে গেছে আমাদের মন খারাপ করে..কিন্তু কথা দিয়ে গেছে যে পরের বছর আবার আসবে আরো বেশি আনন্দ খুশি নিয়ে...
শুভ বিজয়া...





43.
মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে,
বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে.
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা





44.
মা দূর্গা তোমার এবং তোমার পরিবারের মঙ্গল করুন...এবারের পুজো হয়ে উঠুক তোমার জীবনের শ্রেষ্ঠ দুর্গাপুজো...
দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা...






45.
মা দুর্গার অরাধনার আনন্দোত্সব আপনার হৃদয় খুশির প্লাবনে ভরে তুলুক...আপনার জীবনে আসুক সুখ ও সমৃদ্ধি...
শারদিয়ার শুভেচ্ছা...





46.
মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক
সকল দুঃখ শোক,
তোমার মঙ্গল-আলোকে চারিদিক আলোকিত হোক !
“শুভ দূর্গা পূজা”





47.
মায়ের এবার যাওয়ার পালা,
শেষ যে হল পুজোর বেলা..
বিসর্জনের দুঃখী সুরে,
মন ভেসে যায় বহুদূরে,

শুভ বিজয়া দশমী...






48.
মনটা আজ ভীষণ ভারী, মা দিয়েছেন কৈলাস পাড়ি, সব আনন্দের রেশ টেনে, পূজার বাজনা গেছে থেমে, সবার কুশল কামনা করে, আনন্দ থাকুক সবার ঘরে..
শুভ বিজয়া দশমী...








49.
মহালয়ার এই পুন্য তিথিতে আনন্দমুখর হয়ে উঠুক আমাদের দিন গুলি, উৎসবে মেতে উঠি আমরা সকলে। আজ দেবিপক্ষের সূচনা, আসুন আমরা সবাই মিলে করি আনন্দময় জীবনের রচনা।

শুভ মহালয়া, শুভ সকাল।।








50.
লাল ওড়নায় সাজানো মায়ের দরবার,
হৃদয়ে জাগে খুশি,খুশিতে ভরে ওঠে সারা সংসার...
ছোট ছোট পায়ে মা আসুক তোমার দরজায়,
শুভ নবরাত্রি জানাই তোমায় এই শুভেচ্ছায়...







51.
শক্তি দিও, জ্ঞান দিও, সাহস দিও মা-গো
আঁধার ভুবন করতে আলো জাগো তুমি জাগো..
শুভ মহালয়া..








52.
শক্তি, ভালবাসা এবং মাতৃত্বের প্রতীক মা দূর্গা....
বাঙালির জগজ্জননী মা দূর্গা আবার আজ ধরাধামে...
শুভ শারদিয়া...





53.
শারদ সম্ভাষণে তোমায় জানাই শারদীয় শুভেচ্ছা...






54.
শিউলি ফুলের গন্ধ নিয়ে
মহালয়ার ভোরে
একটি বছর পার করে পুজো এলো ঘুরে
হোক না আকাশ মেঘে ঢাকা
পড়ুক বৃষ্টি ঝিরি ঝিরি..
কাশের বন দিছে জানান
মা আসছেন শিগগিরি.....







55.
শিউলি ফুলের গন্ধ, তুলোর মতো মেঘ আর কাশের বন, ঢাকের বাজনা জানান দিচ্ছে মা এর আগমন..
শুভ মহালয়া...





56.
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন...





57.
শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা..






58.
শুভ মহাষষ্ঠী .....
মা মঙ্গলময়ীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ ও শান্তি আসুক।
আপনাদের জানাই শারদীয়ার শুভেচ্ছা...






59.
শরত আকাশ,রোদের ঝিলিক,
শিউলিফুলের গন্ধ
মা আসছে ঘরে আবার,
দরজা কেন বন্ধ
আসছে পুজো, তাই তো আবার
বাজনা বাজায় ঢাকি
পুজো আসতে আর যে মাত্র
কয়েকটা দিন বাকি..
আগমনীর শুভেচ্ছা






60.

শরত মেঘে ভাসলো ভেলা
কাশ্ফুলেতে লাগলো দোলা
ঢাকের উপর পড়ুক কাঠি
পুজো কাটুক ফাটাফাটি
শুভ শারদিয়া...





61.
শরত সকাল, হিমের হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া
কাশফুল আর ঢাকের তালে
শিউলি নাচে ডালে ডালে
মা এসেছে বছর ঘুরে
পুজোর হাওয়া জগত জুড়ে...
দুর্গাপুজোর শুভেচ্ছা..






62.
শরতের মেঘে ভাসলো ভেলা,
 কাশ ফুলেতে লাগলো দোলা।
ঢাকের ওপর পড়ল কাঠি,
পুজো কাটুক ফাটাফাটি।

শুভ মহালয়া







63.
ষষ্ঠী তে থাক নতুন ছোয়া
সপ্তমী হোক শিশির ধোওয়া
অঞ্জলি দাও অষ্টমীতে
আড্ডা জমুক নবমীতে
দশমীতে হোক মিষ্টি মুখ
পুজো তোমার খুব জমুক
শারদীয় শুভেচ্ছা







64.
ষষ্ঠীতে থাক নতুন চাওয়া,
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দাও অষ্টমীতে,
আড্ডা জমুক নবমীতে,
দশমীতে হোক মিষ্টি মুখ,
পুজ এবার তোমার খুব ভালো কাটুক।






65.
ষষ্ঠীতে মায়ের বোধন
খুশিতে মাতল সর্বজন।।
সপ্তমীর ঢাকের বাজনা
ঘরেতে আর মন রয়না।।
অষ্টমীর অঞ্জলি আর সন্ধিপূজা
সারাদিন দারুন মজা।।
নবমীর সারা রাত
কথায় কথায় ভরে থাক।।
দশমীতে পূজোর শেষ
সিঁদুর খেলায় বিষাদ রেশ।।
 $$$ শুভ বিজয়া $$$







66.
সকালে উঠে থেকেই মনে অনুভব করছি একটা চাপা আনন্দ..
আনন্দ শরতের
আনন্দ শিউলি ফুলের
আনন্দ আগমনীর..
শুভ মহালয়া..






67.
সকল বাঙালি মননকে জানাই দুর্গাপূজার শুভেচ্ছা...






68.
সব কাজ ভুলে আপামোর বাঙালিন আর কদিন পরেই মেতে উঠবে বাঙালির সর্বসেরা উত্সব দুর্গাপুজোর উত্সবে..
তাই সবাইকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা..







69.
সবাইকে জানাই মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা...
নিরাপদে কাটুক তোমার পুজো...







70.
হিমের পরশ লাগে প্রাণে
শারদিয়ার আগমনে
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠলো গেয়ে
শিশিরভেজা নতুন ভোরে
মা আসছেন আলো করে
শারদীয় শুভেচ্ছা

3 comments:

Post Top Ad

Your Ad Spot