বাণী চিরন্তনী - বাংলা বেস্ট ম্যাসেজ

STAY WITH US

ads

Hot

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 13, 2017

বাণী চিরন্তনী


01.
একটু কষ্ট হলেও , একা চলতে শিথো , কারন যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো ।

সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকি চলতে পারবে, এটাই বাস্তবতা , আর এটাই সত্যি ।





02.
তুমি যদি তোমার ভালোবাসার মানুষটির বড় বড় ভুল গুলো ক্ষমা করতে না পারো , তাহলে তাকে ভালোবাসার যোগ্য তুমি নও ।





03.

তুমি তাকেই ভালোবাস যে তোমাকে কষ্ট দেয়। তাকে কষ্ট দিওনা যে তোমাকে ভালোবাসে।।।।





04.
পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয়






05.
শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, -পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।






06.
কে তোমার সব চেয়ে ভাল বন্ধু সেটা তখনই বুঝবে, যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে !!!




07.
কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।







08.
বিশাল হৃদয় দিয়ে কি হবে যদি দুঃখ না বোঝে, ফেন্ডশিপ করে কি হবে যদি মূল্য না দাও, ভালবেসে কি হবে যদি ভালবাসার মানুষকে কষ্ট দাও.




09.

যখন ভালবাসা তোমার কাছে অজানা তখন বুঝবেনা সুখ কী? যখন কাউকে ভালবাসবে তখন বুঝবে ব্যাথা কী? যখন তুমি ভালবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কী





10.

মানুষ মানুষের জন্য,মানুষকে ভেবোনা বাজারের পন্য, হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো, তাই বলে তুমি নিভিয়ে দিওনা,তার জীবনের আলো !






11.
কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে ।।






12.
মন দেখে ভালবেসো ধন দেখে নয়, গুন দেখে প্রেম করো রুপ দেখে নয়, রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয়, এক জনকে ভালবেসো দশ জনকে নয় ।






13.
কাউকে যদি ভালবাস, ভালবেস চিরদিন। আর যদি না বাসো, বেসনা কোন দিন। অবুজ মন নিয়ে খেলা খেলনা, কোন নিষ্পাপ হ্রিদয়ে বেথা দিয়না ।






14.

মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেওনা। কেননা, সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।






15.

শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে। বরং শক্তিশালী হচ্ছে ঐ ব্যক্তি, যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে।






16.

খারাপ মানুষের সাথে তর্কে জড়াবেন না,তারা আপনাকে টেনে হিঁচড়ে তাদের লেভেলেনিয়ে যাবে, এবং এরপর তাদের খারাপঅভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে |___ মার্ক টোয়েন






17.
ভবিষ্যতে সবকিছু অনিশ্চিত হলেও,নিজের মৃত্যু নিশ্চিত আর ধংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না.... তাই প্রতিদিন ভালো হওয়ার চেষ্টা করবে ।





18.
অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সবসময়ই তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো । (হুমায়ূন আহমেদ)

1 comment:

  1. http://bangla-website.blogspot.com/2019/05/love-sms-in-bengali-language.html

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot